২. সেবা প্রদান প্রদান প্রতিশ্রুতিঃ
২.১) নাগরিক সেবা
ক্রমিক নং |
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান |
সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি |
সেবা প্রদানের সময়সীমা |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা |
উর্ধ্বতন কর্মকর্তার পদবী, রুম নং, জেলা/উপজেলা কোডসহ অফিসিয়াল টেলিফোন ও ইমেইল |
১. |
সবুজ শ্রেণীভূক্ত শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের পরিবেশগত ছাড়পত্র আবেদন নিষ্পত্তিকরণ |
অনলাইনে পরিবেশগত ছাড়পত্র আবেদন নিষ্পত্তিকরণ (http:// ecc.doe.gov.bd) |
* নির্ধারিত ফরম-৩ এ আবেদন * অনলাইনে আবেদন প্রাপ্তিস্থানঃ পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইট (www.doe.gov.bd ও (www.doe.kushtia.gov.bd) * পরিবেশ সংরক্ষণ বিধিমালা ২০২৩ অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্যাদি |
পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩ এর তফসিল-৭ অনুসারে শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের মূলধন অনুযায়ী নির্ধারিত ছাড়পত্র ফি এবং নির্ধারিত ফি এর উপর ১৫% ভ্যাট। (অটোমেটিক চালানের মাধ্যমে প্রদেয়) |
প্রয়োজনীয় সকল কাগজপত্র প্রাপ্তি সাপেক্ষে ০৭ (সাত) কার্যদিবস |
উপ-পরিচালক পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়, কুষ্টিয়া ফোনঃ ০২-৪৭৭৭৮২৪৮৮ ইমেইল: kushtia@doe.gov.bd ও doekushtia@gmail.com |
উপ-পরিচালক পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়, কুষ্টিয়া ফোনঃ ০২-৪৭৭৭৮২৪৮৮ ইমেইল: kushtia@doe.gov.bd ও doekushtia@gmail.com |
২. |
সবুজ শ্রেণীভূক্ত শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের পরিবেশগত ছাড়পত্র নবায়ন আবেদন নিষ্পত্তিকরণ |
অনলাইনে পরিবেশগত ছাড়পত্র নবায়ন আবেদন নিষ্পত্তিকরণ (http:// ecc.doe.gov.bd) |
* নির্ধারিত ফরম-৫ এ আবেদন * অনলাইনে আবেদন প্রাপ্তিস্থানঃ পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইট (www.doe.gov.bd ও (www.doe.kushtia.gov.bd) * পরিবেশ সংরক্ষণ বিধিমালা ২০২৩ অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্যাদি |
পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩ এর তফসিল-৭ অনুসারে শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের মূলধন অনুযায়ী নির্ধারিত ছাড়পত্র ফি-এর অর্ধেক এবং প্রদেয় ফি এর উপর ১৫% ভ্যাট। (অটোমেটিক চালানের মাধ্যমে প্রদেয়) |
প্রয়োজনীয় সকল কাগজপত্র প্রাপ্তি সাপেক্ষে ০৭ (সাত) কার্যদিবস |
|
|
৩. |
হলুদ শ্রেণীভূক্ত শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের অবস্থানগত ছাড়পত্র আবেদন নিষ্পত্তিকরণ |
অনলাইনে অবস্থানগত ছাড়পত্র আবেদন নিষ্পত্তিকরণ (http:// ecc.doe.gov.bd) |
* নির্ধারিত ফরম-৩ এ আবেদন * অনলাইনে আবেদন প্রাপ্তিস্থানঃ পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইট (www.doe.gov.bd ও (www.doe.kushtia.gov.bd) * পরিবেশ সংরক্ষণ বিধিমালা ২০২৩ অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্যাদি |
পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩ এর তফসিল-৬ অনুসারে প্রসেসিং ফি এবং তফসিল-৭ অনুসারে শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের মূলধন অনুযায়ী নির্ধারিত ছাড়পত্র ফি এবং উভয় ক্ষেত্রে প্রদেয় ফি এর উপর ১৫% ভ্যাট প্রযোজ্য। *(অটোমেটিক চালানের মাধ্যমে প্রদেয়)
|
প্রয়োজনীয় সকল কাগজপত্র প্রাপ্তি সাপেক্ষে ০৮ (আট) কার্যদিবস |
ঐ |
|
৪. |
হলুদ শ্রেণীভূক্ত শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের অবস্থানগত ছাড়পত্র নবায়ন আবেদন নিষ্পত্তিকরণ |
অনলাইনে অবস্থানগত ছাড়পত্র নবায়ন আবেদন নিষ্পত্তিকরণ (http:// ecc.doe.gov.bd) |
* নির্ধারিত ফরম-৪ এ আবেদন * অনলাইনে আবেদন প্রাপ্তিস্থানঃ পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইট (www.doe.gov.bd ও (www.doe.kushtia.gov.bd) * পরিবেশ সংরক্ষণ বিধিমালা ২০২৩ অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্যাদি |
পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩ এর তফসিল-৭ অনুসারে শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের মূলধন অনুযায়ী নির্ধারিত ছাড়পত্র ফি-এর অর্ধেক এবং প্রদেয় ফি এর উপর ১৫% ভ্যাট। (অটোমেটিক চালানের মাধ্যমে প্রদেয়)। |
প্রয়োজনীয় সকল কাগজপত্র প্রাপ্তি সাপেক্ষে ০৮ (আট) কার্যদিবস |
|
|
৫. |
হলুদ শ্রেণীভূক্ত শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের পরিবেশগত ছাড়পত্র আবেদন নিষ্পত্তিকরণ |
অনলাইনে পরিবেশগত ছাড়পত্র আবেদন নিষ্পত্তিকরণ (http:// ecc.doe.gov.bd) |
* নির্ধারিত ফরম-৩ এ আবেদন * অনলাইনে আবেদন প্রাপ্তিস্থানঃ পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইট (www.doe.gov.bd ও (www.doe.kushtia.gov.bd) * পরিবেশ সংরক্ষণ বিধিমালা ২০২৩ অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্যাদি |
পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩ এর তফসিল-৭ অনুসারে শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের মূলধন অনুযায়ী নির্ধারিত ছাড়পত্র ফি এবং প্রদেয় ফি এর উপর ১৫% ভ্যাট। (অটোমেটিক চালানের মাধ্যমে প্রদেয়) |
প্রয়োজনীয় সকল কাগজপত্র প্রাপ্তি সাপেক্ষে ০৭ (সাত) কার্যদিবস |
ঐ |
|
৬. |
হলুদ শ্রেণীভূক্ত শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের পরিবেশগত ছাড়পত্র নবায়ন আবেদন নিষ্পত্তিকরণ |
অনলাইনে পরিবেশগত ছাড়পত্র নবায়ন আবেদন নিষ্পত্তিকরণ (http:// ecc.doe.gov.bd) |
* নির্ধারিত ফরম-৫ এ আবেদন * অনলাইনে আবেদন প্রাপ্তিস্থানঃ পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইট (www.doe.gov.bd ও (www.doe.kushtia.gov.bd) * পরিবেশ সংরক্ষণ বিধিমালা ২০২৩ অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্যাদি |
পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩ এর তফসিল-৭ অনুসারে শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের মূলধন অনুযায়ী নির্ধারিত ছাড়পত্র ফি-এর অর্ধেক এবং প্রদেয় ফি এর উপর ১৫% ভ্যাট। (অটোমেটিক চালানের মাধ্যমে প্রদেয়) |
প্রয়োজনীয় সকল কাগজপত্র প্রাপ্তি সাপেক্ষে ০৭ (সাত) কার্যদিবস |
ঐ |
|
৭. |
কমলা শ্রেণীভূক্ত শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের অবস্থানগত ছাড়পত্র আবেদন নিষ্পত্তিকরণ |
প্রাপ্ত আবেদন, সংশ্লিষ্ট সকল তথ্যসংক্রান্ত দলিলপত্র ও প্রতিবেদন প্রস্তুতপূর্বক বিধি মোতাবেক নথিভুক্ত করে তফসিল-১ এর ক্রমিক নং-১ হইতে ৬২ এ উল্লিখিত শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের ছাড়পত্র বিষয়ক চুড়ান্ত সিদ্ধান্তের জন্য খুলনা বিভাগীয় কার্যালয়ের ছাড়পত্র বিষয়ক কমিটিতে প্রেরণ এবং তফসিল-১ এর ক্রমিক নং-৬৩ হইতে ১১৩ এ উল্লিখিত শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের ছাড়পত্র বিষয়ক চুড়ান্ত সিদ্ধান্তের জন্য প্রধান কার্যালয়ের ছাড়পত্র বিষয়ক কমিটিতে প্রেরণ এবং ছাড়পত্র বিষয়ক কমিটি কর্তৃক গৃহীত সিদ্ধান্তের আলোকে ছাড়পত্রের আবেদন নিষ্পত্তিকরণ |
* নির্ধারিত ফরম-৩ এ আবেদন * অনলাইনে আবেদন প্রাপ্তিস্থানঃ পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইট (www.doe.gov.bd ও (www.doe.kushtia.gov.bd) * পরিবেশ সংরক্ষণ বিধিমালা ২০২৩ অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্যাদি |
পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩ এর তফসিল-৬ অনুসারে প্রসেসিং ফি এবং তফসিল-৭ অনুসারে শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের মূলধন অনুযায়ী নির্ধারিত ছাড়পত্র ফি এবং উভয় ক্ষেত্রে প্রদেয় ফি এর উপর ১৫% ভ্যাট প্রযোজ্য। *(অটোমেটিক চালানের মাধ্যমে প্রদেয়)
|
প্রয়োজনীয় সকল কাগজপত্র প্রাপ্তি সাপেক্ষে ২১ (একুশ) কার্যদিবস |
ঐ |
|
৮. |
কমলা শ্রেণীভূক্ত শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের অবস্থানগত ছাড়পত্র নবায়ন আবেদন নিষ্পত্তিকরণ |
প্রাপ্ত আবেদন, সংশ্লিষ্ট সকল তথ্যসংক্রান্ত দলিলপত্র ও প্রতিবেদন প্রস্তুতপূর্বক এ দপ্তর হতে নিষ্পত্তিকরণ |
* নির্ধারিত ফরম-৪ এ আবেদন * অনলাইনে আবেদন প্রাপ্তিস্থানঃ পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইট (www.doe.gov.bd ও (www.doe.kushtia.gov.bd) * পরিবেশ সংরক্ষণ বিধিমালা ২০২৩ অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্যাদি |
পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩ এর তফসিল-৭ অনুসারে শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের মূলধন অনুযায়ী নির্ধারিত ছাড়পত্র ফি-এর অর্ধেক এবং প্রদেয় ফি এর উপর ১৫% ভ্যাট। (অটোমেটিক চালানের মাধ্যমে প্রদেয়)। |
প্রয়োজনীয় সকল কাগজপত্র প্রাপ্তি সাপেক্ষে ২১ (একুশ) কার্যদিবস |
ঐ |
|
৯. |
কমলা শ্রেণীভূক্ত শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের পরিবেশগত ছাড়পত্র আবেদন নিষ্পত্তিকরণ |
প্রাপ্ত আবেদন, সংশ্লিষ্ট সকল তথ্যসংক্রান্ত দলিলপত্র ও প্রতিবেদন প্রস্তুতপূর্বক বিধি মোতাবেক নথিভুক্ত করে তফসিল-১ এর ক্রমিক নং-১ হইতে ৬২ এ উল্লিখিত শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের ছাড়পত্র বিষয়ক চুড়ান্ত সিদ্ধান্তের জন্য খুলনা বিভাগীয় কার্যালয়ের ছাড়পত্র বিষয়ক কমিটিতে প্রেরণ এবং তফসিল-১ এর ক্রমিক নং-৬৩ হইতে ১১৩ এ উল্লিখিত শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের ছাড়পত্র বিষয়ক চুড়ান্ত সিদ্ধান্তের জন্য প্রধান কার্যালয়ের ছাড়পত্র বিষয়ক কমিটিতে প্রেরণ এবং ছাড়পত্র বিষয়ক কমিটি কর্তৃক গৃহীত সিদ্ধান্তের আলোকে ছাড়পত্রের আবেদন নিষ্পত্তিকরণ |
* নির্ধারিত ফরম-৩ এ আবেদন * অনলাইনে আবেদন প্রাপ্তিস্থানঃ পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইট (www.doe.gov.bd ও (www.doe.kushtia.gov.bd) * পরিবেশ সংরক্ষণ বিধিমালা ২০২৩ অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্যাদি |
পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩ এর তফসিল-৭ অনুসারে শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের মূলধন অনুযায়ী নির্ধারিত ছাড়পত্র ফি এবং প্রদেয় ফি এর উপর ১৫% ভ্যাট প্রযোজ্য। *(অটোমেটিক চালানের মাধ্যমে প্রদেয়)
|
প্রয়োজনীয় সকল কাগজপত্র প্রাপ্তি সাপেক্ষে ২০ (বিশ) কার্যদিবসের মধ্যে প্রাপ্ত আবেদন নথিভুক্ত করে খুলনা বিভাগীয় কার্যালয়ে প্রেরণ |
ঐ |
উপ-পরিচালক পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়, কুষ্টিয়া ফোনঃ ০২৪৭৭৭৮২৪৮৮ ইমেইল: kushtia@doe.gov.bd |
১০. |
কমলা শ্রেণীভূক্ত শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের পরিবেশগত ছাড়পত্র নবায়ন আবেদন নিষ্পত্তিকরণ |
প্রাপ্ত আবেদন, সংশ্লিষ্ট সকল তথ্যসংক্রান্ত দলিলপত্র ও প্রতিবেদন প্রস্তুতপূর্বক বিধি মোতাবেক নথিভুক্ত করে খুলনা বিভাগীয় কার্যালয়ে অনুমোদনের জন্য প্রেরণ। |
* নির্ধারিত ফরম-৫ এ আবেদন * অনলাইনে আবেদন প্রাপ্তিস্থানঃ পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইট (www.doe.gov.bd ও (www.doe.kushtia.gov.bd) * পরিবেশ সংরক্ষণ বিধিমালা ২০২৩ অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্যাদি
|
পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩ এর তফসিল-৭ অনুসারে শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের মূলধন অনুযায়ী নির্ধারিত ছাড়পত্র ফি-এর অর্ধেক এবং প্রদেয় ফি এর উপর ১৫% ভ্যাট। (অটোমেটিক চালানের মাধ্যমে প্রদেয়)। |
প্রয়োজনীয় সকল কাগজপত্র প্রাপ্তি সাপেক্ষে ২০ (বিশ) কার্যদিবসের মধ্যে প্রাপ্ত আবেদন নথিভুক্ত করে খুলনা বিভাগীয় কার্যালয়ে প্রেরণ |
|
|
১১. |
লাল শ্রেণীভূক্ত শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের অবস্থানগত ছাড়পত্র আবেদন নিষ্পত্তিকরণ |
প্রাপ্ত আবেদন, সংশ্লিষ্ট সকল তথ্যসংক্রান্ত দলিলপত্র ও প্রতিবেদন প্রস্তুতপূর্বক বিধি মোতাবেক নথিভুক্ত করে প্রধান কার্যালয়ের ছাড়পত্র বিষয়ক কমিটিতে প্রেরণ এবং ছাড়পত্র বিষয়ক কমিটি কর্তৃক গৃহীত সিদ্ধান্তের আলোকে ছাড়পত্রের আবেদন নিষ্পত্তিকরণ |
* নির্ধারিত ফরম-৩ এ আবেদন * ফরম-৬ এ ঘোষণাপত্র * অনলাইনে আবেদন প্রাপ্তিস্থানঃ পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইট (www.doe.gov.bd ও (www.doe.kushtia.gov.bd) * পরিবেশ সংরক্ষণ বিধিমালা ২০২৩ অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্যাদি |
পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩ এর তফসিল-৬ অনুসারে প্রসেসিং ফি এবং তফসিল-৭ অনুসারে শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের মূলধন অনুযায়ী নির্ধারিত ছাড়পত্র ফি এবং উভয় ক্ষেত্রে প্রদেয় ফি এর উপর ১৫% ভ্যাট প্রযোজ্য। *(অটোমেটিক চালানের মাধ্যমে প্রদেয়) |
প্রয়োজনীয় সকল কাগজপত্র প্রাপ্তি সাপেক্ষে ৩০ (ত্রিশ) কার্যদিবসের মধ্যে প্রাপ্ত আবেদন, সংশ্লিষ্ট সকল তথ্যসংক্রান্ত দলিলপত্র ও প্রতিবেদন প্রস্তুতপূর্বক বিধি মোতাবেক নথিভুক্ত করে প্রধান কার্যালয়ের ছাড়পত্র বিষয়ক কমিটিতে প্রেরণ |
ঐ |
|
১২. |
লাল শ্রেণীভূক্ত শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের অবস্থানগত ছাড়পত্র নবায়ন আবেদন নিষ্পত্তিকরণ |
প্রাপ্ত আবেদন, সংশ্লিষ্ট সকল তথ্যসংক্রান্ত দলিলপত্র ও প্রতিবেদন প্রস্তুতপূর্বক বিধি মোতাবেক নথিভুক্ত করে খুলনা বিভাগীয় কার্যালয়ে অনুমোদনের জন্য প্রেরণ। |
* নির্ধারিত ফরম-৪ এ আবেদন * অনলাইনে আবেদন প্রাপ্তিস্থানঃ পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইট (www.doe.gov.bd ও (www.doe.kushtia.gov.bd) * পরিবেশ সংরক্ষণ বিধিমালা ২০২৩ অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্যাদি |
পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩ এর তফসিল-৭ অনুসারে শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের মূলধন অনুযায়ী নির্ধারিত ছাড়পত্র ফি-এর অর্ধেক এবং প্রদেয় ফি এর উপর ১৫% ভ্যাট। (অটোমেটিক চালানের মাধ্যমে প্রদেয়)। |
প্রয়োজনীয় সকল কাগজপত্র প্রাপ্তি সাপেক্ষে ৩০ (ত্রিশ) কার্যদিবসের মধ্যে প্রাপ্ত আবেদন, সংশ্লিষ্ট সকল তথ্যসংক্রান্ত দলিলপত্র ও প্রতিবেদন প্রস্তুতপূর্বক বিধি মোতাবেক নথিভুক্ত করে খুলনা বিভাগীয় কার্যালয়ে প্রেরণ |
ঐ |
|
১৩. |
লাল শ্রেণীভূক্ত শিল্প প্রতিষ্ঠান ও প্রকল্পের পরিবেশগত ছাড়পত্র আবেদন নিষ্পত্তিকরণ |
প্রাপ্ত আবেদন, সংশ্লিষ্ট সকল তথ্যসংক্রান্ত দলিলপত্র ও প্রতিবেদন প্রস্তুতপূর্বক বিধি মোতাবেক নথিভুক্ত করে প্রধান কার্যালয়ের ছাড়পত্র বিষয়ক কমিটিতে প্রেরণ এবং ছাড়পত্র বিষয়ক কমিটি কর্তৃক গৃহীত সিদ্ধান্তের আলোকে ছাড়পত্রের আবেদন নিষ্পত্তিকরণ |
* নির্ধারিত ফরম-৩ এ আবেদন * ফরম-৬ এ ঘোষণাপত্র * অনলাইনে আবেদন প্রাপ্তিস্থানঃ পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইট (www.doe.gov.bd ও (www.doe.kushtia.gov.bd) * পরিবেশ সংরক্ষণ বিধিমালা ২০২৩ অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্যাদি |
পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩ এর তফসিল-৭ অনুসারে শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের মূলধন অনুযায়ী নির্ধারিত ছাড়পত্র ফি এবং প্রদেয় ফি এর উপর ১৫% ভ্যাট প্রযোজ্য। *(অটোমেটিক চালানের মাধ্যমে প্রদেয়) |
প্রয়োজনীয় সকল কাগজপত্র প্রাপ্তি সাপেক্ষে ৩০ (ত্রিশ) কার্যদিবসের মধ্যে প্রাপ্ত আবেদন, সংশ্লিষ্ট সকল তথ্যসংক্রান্ত দলিলপত্র ও প্রতিবেদন প্রস্তুতপূর্বক বিধি মোতাবেক নথিভুক্ত করে প্রধান কার্যালয়ের ছাড়পত্র বিষয়ক কমিটিতে প্রেরণ |
ঐ |
উপ-পরিচালক পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়, কুষ্টিয়া ফোনঃ ০২৪৭৭৭৮২৪৮৮ ইমেইল: kushtia@doe.gov.bd
উপ-পরিচালক পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়, কুষ্টিয়া ফোনঃ ০২৪৭৭৭৮২৪৮৮ ইমেইল: kushtia@doe.gov.bd |
১৪. |
লাল শ্রেণীভূক্ত শিল্প প্রতিষ্ঠান ও প্রকল্পের পরিবেশগত ছাড়পত্র নবায়ন আবেদন নিষ্পত্তিকরণ |
প্রাপ্ত আবেদন, সংশ্লিষ্ট সকল তথ্যসংক্রান্ত দলিলপত্র ও প্রতিবেদন প্রস্তুতপূর্বক বিধি মোতাবেক নথিভুক্ত করে খুলনা বিভাগীয় কার্যালয়ে অনুমোদনের জন্য প্রেরণ। |
* নির্ধারিত ফরম-৫ এ আবেদন * অনলাইনে আবেদন প্রাপ্তিস্থানঃ পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইট (www.doe.gov.bd ও (www.doe.kushtia.gov.bd) * পরিবেশ সংরক্ষণ বিধিমালা ২০২৩ অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্যাদি |
পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩ এর তফসিল-৭ অনুসারে শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের মূলধন অনুযায়ী নির্ধারিত ছাড়পত্র ফি-এর অর্ধেক এবং প্রদেয় ফি এর উপর ১৫% ভ্যাট। (অটোমেটিক চালানের মাধ্যমে প্রদেয়)। |
প্রয়োজনীয় সকল কাগজপত্র প্রাপ্তি সাপেক্ষে ৩০ (ত্রিশ) কার্যদিবসের মধ্যে প্রাপ্ত আবেদন, সংশ্লিষ্ট সকল তথ্যসংক্রান্ত দলিলপত্র ও প্রতিবেদন প্রস্তুতপূর্বক বিধি মোতাবেক নথিভুক্ত করে খুলনা বিভাগীয় কার্যালয়ে প্রেরণ |
ঐ |
|
১৫. |
ইআইএ অনুমোদন সংক্রান্ত আবেদন নিষ্পত্তিকরণ |
অনুমোদিত EIA-এর কার্যপরিধির (TOR) ভিত্তিতে দাখিলকৃত পরিবেশগত প্রভাব নিরুপণ প্রতিবেদন পরবর্তী কার্যার্থে সদর দপ্তরস্থ পরিবেশগত ছাড়পত্র বিষয়ক কমিটিতে অগ্রায়ন এবং কমিটির কর্তৃক গৃহীত সিদ্ধান্তের আলোকে মহাপরিচালক কর্তৃক TOR অনুমোদন |
পরিবেশ সংরক্ষণ বিধিমালা ২০২৩ এর তফসিল-১০ অনুযায়ী প্রয়োজনীয় তথ্যাবলী |
বিনামূল্যে |
পরিবেশগত প্রভাব নিরুপণ প্রতিবেদন প্রস্তুতের ৪৫ কার্যদিবসের মধ্যে |
ঐ |
|
১৬. |
জিরো ডিসচার্জ পরিকল্পনা অনুমোদন সংক্রান্ত আবেদন নিষ্পত্তিকরণ |
দাখিলকৃত জিরো ডিসচার্জ পরিকল্পনা নথিভুক্ত করে পরবর্তী কার্যার্থে সদর দপ্তরস্থ পরিবেশগত ছাড়পত্র বিষয়ক কমিটিতে অগ্রায়ন এবং কমিটি কর্তৃক গৃহীত সিদ্ধান্তের আলোকে অনলাইনে জিরো ডিসচার্জ পরিকল্পনা আবেদন নিষ্পত্তিকরণ |
ঐ |
বিনামূল্যে |
প্রয়োজনীয় সকল কাগজপত্র প্রাপ্তি সাপেক্ষে ১৫ (পনের) কার্যদিবসের মধ্যে প্রাপ্ত আবেদন নথিভুক্ত করে সদর দপ্তরস্থ পরিবেশগত ছাড়পত্র বিষয়ক কমিটিতে প্রেরণ |
ঐ |
|
১৭. |
তথ্য অধিকার আইনে তথ্য প্রদান |
পত্র বা ইমেইলের মাধ্যমে তথ্য প্রদান |
* তধ্য অধিকার আইন ২০০৯ অনুযায়ী নির্ধারিত ফরমে আবেদন * ট্রেজারী চালানের কপি (প্রযোজ্য ক্ষেত্রে) |
সরকারি বিধি মোতাবেক |
আবেদন প্রাপ্তির ২০ (বিশ) কার্যদিবসের মধ্যে |
দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা |
|
১৮. |
অভিযোগ নিষ্পত্তিকরণ |
জনসাধারণের লিখিত অভিযোগসমূহ সরাসরি গ্রহণ |
* নির্ধারিত ফরম-১ এ লিখিত আবেদন * প্রয়োজনীয় তথ্যাবলী (প্রযোজ্য ক্ষেত্রে)
|
বিনামূল্যে |
আবেদন প্রাপ্তির ৩০ (ত্রিশ) কার্যদিবসের মধ্যে |
অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা |
২.২) প্রাতিষ্ঠানিক সেবা
|
|
|
পরিবেশ সম্মত পন্য ধ্বংসের প্রক্রিয়ায় অংশ গ্রহণ |
স্ব-শরীরে উপস্থিতি |
* লিখিত আবেদন * পণ্য সংক্রান্ত বিস্তারিত তথ্য |
বিনামূল্যে |
নির্ধারিত সময়সীমার মধ্যে |
ঐ |
২.৩) অভ্যন্তরীন সেবা
|
|
|
|
|
|
দক্ষতাসীমা, টাইমস্কেল ও সিলেকশনগ্রেড আবেদন গ্রহণ ও অগ্রায়ন |
সুপারিশসহ আবেদন বিভাগীয় দপ্তরের মাধ্যমে সদর দপ্তরে প্রেরণ |
লিখিত আবেদন এসিআর/ সার্ভিসবুক |
বিনামূল্যে |
৭ দিন |
ঐ |
৩) অভিযোগ ব্যবস্থাপনা পদ্ধতি (GRS)
সেবা প্রাপ্তিতে অসন্তুষ্ট হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করুন । তিনি সমাধান দিতে ব্যর্থ হলে নিম্নোক্ত পদ্ধতিতে যোগাযোগ করে আপনার সমসভা অবহিত করুন ।
ক্রমিক নং |
কখন যোগাযোগ করবেন |
যোগযোগের ঠিকানা |
নিষ্পত্তির সময়সীমা |
১ |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সমাধান দিতে ব্যর্থ হলে |
উপ-পরিচালক পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়, কুষ্টিয়া ফোনঃ ০২৪৭৭৭৮২৪৮৮ ইমেইল: kushtia@doe.gov.bd ও doekushtia@gmail.com |
১০ দিন |
২ |
GRS ফোকাল পয়েন্ট নির্দিষ্ট সময়ে সমাধান দিতে ব্যর্থ হলে |
পরিচালক পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়, বয়রা, খুলনা ফোনঃ ০২-৪৭৭৭০৩১২১ ইমেইল: doekhulna@gmail.com |
১০ দিন |