ক্রমিক নং |
সেবার নাম |
প্রয়োজনীয় সর্বোচ্চ সময় (ঘন্টা/দিন/মাস) |
প্রয়োজনীয় কাগজপত্র |
প্রয়োজনীয় কাগজপত্র প্রাপ্তির স্থান |
সেবামূল্য/ফি/চার্জেস (টাকা) জমাদানের কোড/খাত ও কখন প্রদান করতে হবে তা উল্লেখ করতে হবে |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (কর্মকর্তার পদবী,বাংলাদেশের কোড, জেলা/উপজেলা কোডসহ টেলিফোন ও ইমেইল) |
উর্ধ্বতন কর্মকর্তা (যার কাছে আপিল করা/অভিযোগ জানানো যাবে। কর্মকর্তার পদবী,বাংলাদেশের কোড, জেলা/উপজেলা কোডসহ টেলিফোন ও ইমেইল) |
|||||
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
৭ |
৮ |
|||||
১ |
শিল্পদূষণ নিয়ন্ত্রন |
৫০ কার্যদিবস অথবা বিধি দ্বারা নির্ধারিত সময়সীমা |
নাই |
নাই |
প্রযোজ্য নয় |
উপ-পরিচালক/ পরিদর্শক |
উপ-পরিচালক |
|||||
2 |
পরিবেশগত ছাড়পত্র প্রদান |
শ্রেণী |
ছাড়পত্রের ধরন |
প্রস্তাবিত সময়সীমা (কার্যদিবস) |
১। আবেদনপত্র ২। ট্রেজারী চালান ৩। সাধারণ তথ্যাবলী ৪। ট্রেড লাইসেন্স ৫। নির্ধারিত ফরমেটে স্থানীয় কর্তৃপক্ষের অনাপত্তিপত্র ৬। লোকেশন ম্যাপ ৭। লে-আউট প্লান ৮। আয়করপত্র ৯। মৌজা ম্যাপ ১০। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স লাইসেন্স ১১। প্রসেস ফ্লো-ডায়াগ্রাম ১২। ইএমপি প্রতিবেদন ১৩। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স লাইসেন্স ১৪। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অনুমোদনপত্র ১৫। সড়ক ও জনপথ বিভাগের অনাপত্তিপত্র ১৬। বিষ্ফোরক পরিদপ্তরের অনুমোদনপত্র ১৭। বিনিয়োগ বোর্ডের নিবন্ধনপত্র ও সে মোতাবেক ছাড়পত্র/নবায়ন ফি ১৮। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের অনুমোদিত লে-আউট প্লান। ১৯। আইইই প্রতিবেদন ২০। দাখিলকৃত কাগজপত্রে উদ্যোক্তার স্বাক্ষরসহ সীলমোহর ২১। প্রকল্পের জমি অকৃষি মর্মে কৃষি কর্মকর্তার প্রত্যয়নপত্র ২২। জমির দলিল বা জমি ভাড়ার চুক্তিপত্র বা কারখানা ভাড়ার চুক্তিপত্র ২৩। জেলা প্রশাসকের অনুমোদনপত্র ২৪। বয়লার পরিদর্শকের লাইসেন্স ২৫। বন বিভাগের অনাপত্তিপত্র |
১. আবেদনপত্র ২. সাধারণ তথ্যাবলী ৩. ইএমপি/আইইই প্রতিবেদন ৪. স্থানীয় কর্তৃপক্ষের অনাপত্তিপত্রের ছক এই কার্যালয় থেকে পাওয়া যাবে অথবা পরিবেশ অধিদপ্তরের ওয়েব পেজে (www.doe.gov.bd) পাওয়া যাবে |
ক) ইটভাটা ব্যতিত অন্য প্রতিষ্ঠানের জন্য |
উপ-পরিচালক পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া |
উপ-পরিচালক পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া |
|||
ক্র.নং |
বিনিয়োগকৃত অর্থের পরিমান |
চালানের পরিমাণ |
নবায়ন (১/৪) |
|||||||||
১ |
১ লক্ষ থেকে ৫ লক্ষের মধ্যে |
১,৫০০/- |
৩৭৫/- |
|||||||||
সবুজ শ্রেণী |
পরিবেশগত |
০৭ |
২ |
৫ লক্ষ থেকে ১০ লক্ষের মধ্যে |
৩,০০০/- |
৭৫০/- |
||||||
৩ |
১০ লক্ষ থেকে ৫০ লক্ষের মধ্যে |
৫,০০০/- |
১,২৫০/- |
|||||||||
কমলা-ক |
অবস্থানগত |
১৫ |
৪ |
৫০ লক্ষ থেকে ১ কোটির মধ্যে |
১০,০০০/- |
২,৫০০/- |
||||||
পরিবেশগত |
০৭ |
৫ |
১ কোটি থেকে ৫ কোটির মধ্যে |
২০,০০০/- |
৫,০০০/- |
|||||||
কমলা-খ |
অবস্থানগত |
২১ |
৬ |
৫ কোটি থেকে ২০ কোটির মধ্যে |
৪০,০০০/- |
১০,০০০/- |
||||||
৭ |
২০ কোটি থেকে ৫০ কোটির মধ্যে |
৮০,০০০/- |
২০,০০০/- |
|||||||||
পরিবেশগত |
২০ |
৮ |
৫০ কোটি থেকে ১০০ কোটির মধ্যে |
১,২০,০০০/- |
৩০,০০০/- |
|||||||
লাল |
অবস্থানগত |
৩০ |
৯ |
১০০ কোটি থেকে ২০০ কোটির মধ্যে |
২,০০,০০০/- |
৫০,০০০/- |
||||||
ইআইএ অনুমোদন |
৩০ |
১০ |
২০০ কোটি থেকে ৫০০ কোটির মধ্যে |
৩,০০,০০০/- |
৭৫,০০০/- |
|||||||
পরিবেশগত |
৩০ |
১১ |
৫০০ কোটি থেকে ১০০০ কোটির মধ্যে |
৪,০০,০০০/- |
১,০০,০০০/- |
|||||||
১২ |
১০০০ কোটির উর্ধ্বে |
৫,০০,০০০/- |
1,25,000/- |
|||||||||
খ) ইটভাটার জন্য |
||||||||||||
ক্র.নং |
বিনিয়োগকৃত অর্থের পরিমান |
চালানের পরিমাণ |
নবায়ন (১/৪) |
|||||||||
1 |
১ লক্ষ থেকে ৫০ লক্ষের মধ্যে |
১৫,০০০/- |
৭,৫০০/- |
|||||||||
2 |
৫০ লক্ষ থেকে ১ কোটির মধ্যে |
২০,০০০/- |
১০,০০০/- |
|||||||||
3 |
১ কোটি থেকে ৫ কোটির মধ্যে |
২৫,০০০/- |
১২,৫০০/- |
|||||||||
4 |
৫ কোটির উর্ধ্বে |
৪০,০০০/- |
২০,০০০/- |
|||||||||
৩ |
পরিবেশগত সমীক্ষা পরিচালনা এবং পর্যালোচনা |
বিধি নির্ধারিত সময়সীমা (১৫-৬০ কার্য দিবস) অথবা প্রযোজ্য ক্ষেত্রে সরকার কর্তৃক নির্ধারিত সময়সীমা |
সংশ্লিষ্ট ইআইএ প্রতিবেদন গ্রহণ, পর্যালোচনা, প্রকল্প এলাকাসহ পারিপার্শিক পরিবেশ পরিদর্শন ও পরীক্ষা-নিরীক্ষা সম্পন্নকরণ; পরিবেশগত দুর্ঘটনার ক্ষেত্রে ক্ষয়ক্ষতি নিরপনের লক্ষ্যে মাঠ পর্যায়ের সমীক্ষা পরিচালনা |
পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া |
|
উপ-পরিচালক/ পরিদর্শক |
উপ-পরিচালক পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া |
|||||
৪ |
পরিবেশ দূষণ সংক্রান্ত অভিযোগ নিস্পত্তি |
৩ মাস |
জনগণ হইতে প্রাপ্ত অভিযোগপত্র |
জনগণ |
|
উপ-পরিচালক/ পরিদর্শক |
উপ-পরিচালক পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া |
|||||
৫ |
যানবাহনজনিত দূষণ নিয়ন্ত্রণ |
তাৎক্ষনিক |
জনগন হইতে প্রাপ্ত অভিযোগপত্র |
জনগণ |
|
উপ-পরিচালক/ পরিদর্শক |
উপ-পরিচালক পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া |
|||||
৬ |
বায়ু ও পানির গুনগতমান পরিবীক্ষন |
নিয়মিত |
উদ্যোক্তা কর্তৃক আবেদনপত্র |
উদ্যোক্তা |
|
উপ-পরিচালক |
উপ-পরিচালক পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া |
|||||
৭ |
পরিবেশ সংক্রান্ত বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক কনভেনশন,চুক্তি ও প্রোটোকল বাস্তবায়ন
|
কনভেনশন/ প্রোটোকল সচিবালয় নির্ধারিত সময়, প্রযোজ্য ক্ষেত্রে কর্তৃপক্ষের নির্ধারিত সময় |
সংশ্লিষ্ট মন্ত্রণালয় |
সংশ্লিষ্ট মন্ত্রণালয় |
|
|
|
|||||
৮ |
জলবায়ু পরিবর্তন বিষয়ক কার্যক্রম |
নিয়মিত |
|
|
|
উপ-পরিচালক |
উপ-পরিচালক পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া |
|||||
৯ |
জীববৈচিত্র সংরক্ষন |
নিয়মিত |
|
পরিবেশগত সংকটাপন্ন এলাকায় জনগনের অংশগ্রহনে জীববৈচিত্র সংরক্ষন ও ব্যবস্থাপনা কার্যক্রম জোরদার করা , জীববৈচিত্র সনদের আয়তায় কর্মকৈাশল তৈরী ও বাস্তবায়ন এবং জীব নিরাপত্তার ক্ষেত্রে কর্মকাঠামো গঠন ও বাস্তবায়ন |
|
উপ-পরিচালক |
উপ-পরিচালক পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া |
|||||
১০ |
পরিবেশগত সচেতনতা বৃদ্ধি |
নিয়মিত |
সচেতনতার উপকরন হিসাবে পরিবেশ সংক্রান্ত, পোস্টার, লিফলেট, বুকলেট, স্মরণীকা, টিভি স্পট, ডকুমেন্টারী, গন বিঙ্গপ্তি, ইত্যাদি তৈরী ও প্রচার । এছাড়া জাতীয় পর্যায়ে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা,রালী,সেমিনার/মুক্ত আলোচনা,আয়োজন এবং শিক্ষা পাঠ্যক্রমে পরিবেশ ব্যবস্থাপনা বিষয়টি অন্তর্ভুক্তকরন, ইত্যাদি কার্যক্রম গ্রহন |
পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া |
|
উপ-পরিচালক |
উপ-পরিচালক পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া |
|||||
১১ |
পরিবেশ সংরক্ষন ও ব্যবস্থাপনায় জনগনের অংশগ্রহন নিশ্চিতকরন |
নিয়মিত |
বিভিন্ন সামাজিক /সাংস্কৃতিক /অর্থনৈতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিবর্গের সাথে সভার মাধ্যমে তাদের কে পরিবেশ বিষয়ে উদ্বুদ্ধ করা এবং প্রযোজ্য ক্ষেত্রে পরিবেশগত উন্নয়নের লক্ষে সমঝোতা স্মারকের ভিত্তি অংশীদারীত্বমূলক কার্যক্রম গ্রহন |
|
|
উপ-পরিচালক |
উপ-পরিচালক পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া |