Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
5 June 2018 Children's Drawing Competition and Composition Competition on Celebrating World Environment Day
Details

৫ জুন ২০১৮ বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষ্যে পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া কর্তৃক শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

১. চিত্রাংকন প্রতিযোগিতা: 
ক গ্রুপ: শিশু শ্রেণী হতে ২য় শ্রেণী 
খ গ্রুপ: ৩য় শ্রেণী হতে ৫ম শ্রেণী
স্থান: কুষ্টিয়া শিশু একাডেমী, কুষ্টিয়া
তারিখ ও সময়: ৩০ মে, ২০১৮ সকাল ১০.০০ ঘটিকা

২. রচনা প্রতিযোগিতা:
ক গ্রুপ: ৬ষ্ঠ শ্রেণী হতে ৮ম শ্রেণী
খ গ্রুপ: ৯ম শ্রেণী হতে ১০ম শ্রেণী
রচনা জমাদানের স্থান: জেলা শিক্ষা অফিস, কুষ্টিয়া
রচনা জমাদানের শুরু ও শেষ তারিখ: ২২ মে, ২০১৮ হতে ২৮ মে, ২০১৮

* বিজোয়ীদের মাঝে আগামী ৫ জুন, ২০১৮ তারিখে কুষ্টিয়া জেলা প্রশাসক মহোদয়ের সম্মেলন কক্ষে পুরস্কার বিতরণ করা হবে।

Attachments
Publish Date
24/05/2018
Archieve Date
05/06/2018