Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
work details from July/19 to June/20
Details

১. সংক্ষিপ্ত পরিচিতি (ঠিকানা):

পরিবেশ অধিদপ্তর

কুষ্টিয়া জেলা কার্যালয়

কুষ্টিয়া টেকনিক্যাল স্কুল টাওয়ার (২য় তলা)

সাদ্দাম বাজার, পূর্ব মজমপুর

ঝিনাইদহ রোড, কুষ্টিয়া-৭০০০।

 

২. যোগাযোগ:

ফোন: ০৭১-৬৩১৫৬

ইমেইল: kushtia@gmail.com, doekushtia@gmail.com

ওয়েবসাইট: www.doe.kushtia.gov.bd

 

৩. জনবল: সাংগঠনিক কাঠামো অনুসারে জনবলের তালিকা (পদের নামসহ পদসংখ্যা, বিদ্যমান পদ, শুন্য পদের বিবরণ)

ক্রমিক নং

পদের নাম

মঞ্জুরীকৃত পদের সংখ্যা

বিদ্যমান

শুন্য

মন্তব্য

১.

উপ-পরিচালক

০১ (এক) জন

০১

-

 

 

 

 

 

২.

সহকারী পরিচালক

০১ (এক) জন

-

০১

৩.

সিনিয়র কেমিস্ট

০১ (এক) জন

-

০১

৪.

পরিদর্শক

০২ (দুই) জন

০১

০১

৫.

হিসাব রক্ষক

০১ (এক) জন

০১

-

৬.

ডাটা এন্ট্রি অপারেটর

০১ (এক) জন

০১ ও ০১ জন প্রেষণে নিযুক্ত

-

৭.

নমুনা সংগ্রহকারী

০২ (দুই) জন

০১

০১

৮.

ল্যাব এটেনডেন্ট

০১ (এক) জন

০১

-

৯.

গাড়ীচালক

০১ (এক) জন

০১

-

১০.

এমএলএসএস (আউট সোর্সিং)

০১ (এক) জন

০১

                    মোট

১২ (বার) জন

০৮ জন

০৫

 

৪. ছাড়পত্রের আবেদন (জুলাই/১৯ হতে জুন/২০):

সবুজ

লাল

১৮

১২০

১০

সর্বমোট- ১৪৯ টি

 

৫. ছাড়পত্র নিষ্পত্তি (জুলাই/১৯ হতে জুন/২০):

সবুজ

লাল

মন্তব্য

৩৬

প্রয়োজনীয় কাগজপত্র চেয়ে পত্র প্রদানের মাধ্যমে অনিচ্পন্ন আবেদনগুলো নিষ্পত্তি করা হয়েছে।

সর্বমোট- ৪৬ টি

 

৬. নবায়নের আবেদন (জুলাই/১৯ হতে জুন/২০):

সবুজ

লাল

৪৪

১৯১

২৩

সর্বমোট- ২৫৮ টি

 

৭. নবায়ন নিষ্পত্তি (জুলাই/১৯ হতে জুন/২০):

সবুজ

লাল

মন্তব্য

১৫

১১৭

২২

প্রয়োজনীয় কাগজপত্র চেয়ে পত্র প্রদানের মাধ্যমে অনিচ্পন্ন আবেদনগুলো নিষ্পত্তি করা হয়েছে।

সর্বমোট- ১৫৪ টি

 

৮. অভিযোগ (জুলাই/১৯ হতে জুন/২০):

আবেদন

নিষ্পত্তি

২২

২২

 

৯. ইটভাটা মোবাইল কোর্ট (জুলাই/১৯ হতে জুন/২০):

মোবাইল কোর্ট

মামলা

জরিমানা

উচ্ছেদ

১৮

৪৬

৩৮,৭৪,০০০

১৯

 

 

১০. পলিথিন মোবাইল কোর্ট (জুলাই/১৯ হতে জুন/২০):

মোবাইল কোর্ট

মামলা

জরিমানা

জব্দ

১২

৬২,০০০/-

১৭১ কেজি

 

১১.  রাজস্ব আয়:

ছাড়পত্র/নবায়ন

টেস্ট

৭২,৭৯,৭৫০/-

১৪,৯২,৮০০/-

 

১২. জুলাই/২০১৯ হতে জুন/২০২০ পর্যন্ত মোট ২৩০ টি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়েছে।

১৩.ইটভাটার মতবিনিময় সভা:

সংখ্যা

উপস্থিতি

০৮ টি

৯০ জন

 

১৪. জুলাই/২০১৯ হতে জুন/২০২০ এ অত্র দপ্তর হতে বিভিন্নভাবে মোট ৭৮০ জন ব্যাক্তি/প্রতিষ্ঠান বিভিন্নভাবে সেবা গ্রহণ করেছেন।

১৫. প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে গণশুনানী এবং প্রতি মাসের প্রথম বৃহস্পতিবার জনগণের অভিযোগ/মতামত ও সেবা সহজীকরণ বিষয়ে আলোচনা করার জন্য গণশুনানীর আয়োজন করা হয়। এছাড়া পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষে নিয়মিতভাবে হাসপাতাল/ক্লিনিক/ডায়গনস্টিক মালিক, উদ্যোক্তা/ব্যাক্তিদের সাথে মতবিনিময়সভার আয়োজন করা হয়।

১৬. মুজিব বর্ষ উপলক্ষ্যে কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউট, কুষ্টিয়া ও কুষ্টিয়া জিলা স্কুলে দুইটি গ্রীণ ক্লাব গঠন করা হয়েছে। এছাড়া সচেতনতা মূলক প্রচার কার্য পরিচালনা করা হয়। প্রচারে বায়ু দূষণ, শব্দ দূষণ, নদী দূষণ ও প্লাস্টিকের ব্যবহার বিষয়ে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করা হয়। এছাড়া পরিবেশ সচেতনতা মূলক লিফলেট, স্টিকার বিতরন করা হয়।

১৭. জুলাই/২০১৯ হতে জুন/২০২০ এর মধ্যে অনুষ্ঠিত সকল সরকারি দিবস, অনুষ্ঠান, সভা/সেমিনার, মিটিং এ পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে।

১৮. এছাড়া অন্যান্য কাজের মধ্যে পরিচ্ছন্নতা অভিযান, ঈদ-উল-আযহার সময় কুরবানীকৃত পশুর উচ্ছিষ্টাংশ পরিবেশ সম্মতভাবে অপসারণের জন্য সচেতনতামূলক প্রচারণা লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়েছে।

Images
Attachments
Publish Date
01/08/2020
Archieve Date
31/12/2020